বস্তির ৪৫ নারীর স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব নিল স্বস্তি




চট্টগ্রাম নগরীর চকবাজারের দেবপাহাড় বস্তির ৪৫ নারীকে নিয়মিত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেয়ার ঘোষণা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বস্তি’।  

 শুক্রবার বিকেলে বস্তিতে ‘সুস্বাস্থ্যে বিজয়’ শিরোনামে সেবা ও সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে নারীদের বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন দেয় সংগঠনটি।  একাধিক রেজিস্টার্ড চিকিৎসকের উপস্থিতিতে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা সৃষ্টিতে উঠান বৈঠক করে স্বস্তি। এ কার্যক্রমে সংগঠনটির সঙ্গে সহযোগী হিসেবে ছিল লিও ক্লাব অফ চিটাগাং পোর্ট সিটি।  

বিভিন্ন বয়সী নারীদের অংশগ্রহণে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বৈঠক পরিচালনা করেন ডা. খালেসা আইরিন। এতে নারীরা তাদের স্বাস্থ্যগত ও প্রজননসংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসকের সঙ্গে আলোচনা ও পরামর্শ নেন।  

ওই সময় সংগঠনটির পক্ষ থেকে বস্তির হতদরিদ্র ৪৫ নারীকে প্রয়োজন অনুযায়ী প্রতি মাসে স্যানিটারি ন্যাপকিন দেয়ার ঘোষণা দেয়া হয়।  স্বস্তির সংগঠক রাফিউ আহমেদ বলেন, ‘পিছিয়ে পড়া হতদরিদ্র এসব নারীর স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাত্র একটি ইভেন্টের মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। এটি নিয়মিত প্রক্রিয়া।  ‘আমরা সামর্থ্যানুযায়ী ৪৫ জন নারীর স্যানিটারি ন্যাপকিন ও স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব নিয়েছি। পরিকল্পনা রয়েছে আমাদের নেটওয়ার্কের পরিসর বাড়িয়ে আরও সামর্থ্যহীন নারীদের এই কার্যক্রমের আওতায় আনব। এ জন্য প্রয়োজনীয় গ্রাউন্ডওয়ার্কও করছি আমরা।’  

অতিথি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন কবি ইউসুফ মুহম্মদ, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ইমরান চৌধুরী, জুলেখা আমিনুর রহমান, চট্টগ্রাম সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুমন চক্রবর্তী, স্বেচ্ছাসেবী সংগঠন বৃত্তের সভাপতি ইয়াসমিন নাহার, লিও ক্লাবের সভাপতি লিও খুরশিদ নাহার তানিয়া, সাবেক সভাপতি আফিফা ইসলাম, টক বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার নাজমুন নাহার, লিও মো. মুনতাকিম হোসেন আকিফসহ অনেকে। 

Post a Comment

Previous Post Next Post