ডোনেশনের ৫০০ টাকা আজ চাচীকে দিতে গিয়ে দেখি, উনি টাকা রাখতে চাচ্ছেন না!
উনি ভাবেন আমি নিজের টাকা উনাকে কয়েকদিন পর পর দিচ্ছি, তাই নোট টা একবার হাতে গুঁজে দিচ্ছিলেন, আরেকবার দূরে রেখে দিচ্ছিলেন।
মোটামুটি কিছুক্ষণে বুঝানো গেল যে টাকা আমার না, শুভাকাঙ্ক্ষী কেউ ডোনেট করেছেন, আমি জাস্ট এনে আপনাকে দিচ্ছি! উনি কাঁধে ব্যাগ দেখে ভাবেন, আমি স্টুডেন্ট, আমার কাছে এত টাকা থাকার কথা না, কয়েকদিন পর পর কেন হ্যাল্প করি!
মোটামুটি আপনি বছরের পর বছর ঘুরলেই এমন কাউকে পাবেন না, যে সারাদিন মানুষ থেকে ২ টাকা চেয়ে চেয়ে হয়রান হয়, কিন্তু নতুন ৫০০ টাকার নোট ফিরিয়ে দেয়! আপনারা যারা উনার পাশে দাঁড়িয়েছেন বা দাঁড়াচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ!
Post a Comment